সিলেট সীমান্তে কোটি টাকা মূল্যের চোরাই মহিষ আটক

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৯:৫০

সিলেট, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের চোরাই মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও আজ সোমবার বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ানের টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার জকিগঞ্জ ব্যাটালিয়ানের আওতাধীন গুয়াবাড়ি বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।

আজ সোমবার জৈন্তাপুর বিওপির একটি টহলদল উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার মোট বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০