সিলেট সীমান্তে কোটি টাকা মূল্যের চোরাই মহিষ আটক

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৯:৫০

সিলেট, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের চোরাই মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও আজ সোমবার বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ানের টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার জকিগঞ্জ ব্যাটালিয়ানের আওতাধীন গুয়াবাড়ি বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।

আজ সোমবার জৈন্তাপুর বিওপির একটি টহলদল উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার মোট বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ
চট্টগ্রামের পটিয়ায় সম্পত্তির দ্বন্দ্বে মাকে নির্যাতন: কারাগারে সন্তানেরা
গিল-বুমরাহকে নিয়ে ভারতের এশিয়া কাপ দল
পায়রা ও মোংলা বন্দরের প্রকল্প নিয়ে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সিসিইসিসির বৈঠক
সেতু নির্মাণের দাবিতে নরসিংদী জেলা প্রশাসনে স্মারকলিপি
লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুরে ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মাগুরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: দুলু
মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
১০