সিলেট সীমান্তে কোটি টাকা মূল্যের চোরাই মহিষ আটক

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৯:৫০

সিলেট, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের চোরাই মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও আজ সোমবার বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ানের টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার জকিগঞ্জ ব্যাটালিয়ানের আওতাধীন গুয়াবাড়ি বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।

আজ সোমবার জৈন্তাপুর বিওপির একটি টহলদল উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার মোট বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
যুবদল নেতা কিবরিয়া হত্যা : ভাগিনা মাসুমসহ তিন জন কারাগারে
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা খেলাফত মজলিসের
১০