
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহত ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।
আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ সমবেদনা জানান।
বিবৃতিতে তারা বলেন, আজ সকালে দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে যে তীব্র ঝাকুনি অনুভূত হয়েছে তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়াতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় এর ব্যাপক প্রভাব পড়েছে। এতে করে ঢাকা সহ সারাদেশে অন্তত ৬ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি বিল্ডিং সামান্য হেলে পড়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আজকের ভূমিকম্পে হতাহত হওয়ার প্রেক্ষিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। হতাহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
তারা আরো বলেন, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এটি মহান আল্লাহর পক্ষ থেকে বিশাল সতর্কবার্তা এবং মানুষের পাপ ও অন্যায়ের ফলস্বরূপ ঘটে। এটি মানুষকে তাদের কৃতকর্ম শুধরে নিতে এবং আল্লাহর কাছে তওবা করার আহ্বান জানায়। পাশাপাশি ঘন ঘন ভূমিকম্পকে হাদীসে কিয়ামতের একটি পূর্বাভাসও হিসেবে বিবেচনা করা হয়। আমাদেরকে ভবিষ্যতে বড় বিপর্যয় থেকে রক্ষা পেতে বিল্ডিং কোড মেনে চলা, যথাযথ সচেতনতা ও প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন।