গোপালগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:১৪
ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সমীর কুমার কুণ্ডু, গোপালগঞ্জের শহীদ মঈনুলের মাসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক বলেন, স্মৃতিস্তম্ভের পাশে গোপালগঞ্জ জেলার সাত শহীদ স্মরণে একটি করে গাছ রোপণ করা হবে। সব শহীদের কবর সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। জেলা পরিষদের তত্ত্বাবধায়নে আইডিয়া প্রজেক্টের মাধ্যমে পাঁচটি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ দিয়ে ৫ আগস্টের একটি স্মারক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিতি ও চিত্রাঙ্কন এবং রক্তদানসহ জাতীয় কর্মসূচির মতো করে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০