গোপালগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:১৪
ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সমীর কুমার কুণ্ডু, গোপালগঞ্জের শহীদ মঈনুলের মাসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক বলেন, স্মৃতিস্তম্ভের পাশে গোপালগঞ্জ জেলার সাত শহীদ স্মরণে একটি করে গাছ রোপণ করা হবে। সব শহীদের কবর সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। জেলা পরিষদের তত্ত্বাবধায়নে আইডিয়া প্রজেক্টের মাধ্যমে পাঁচটি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ দিয়ে ৫ আগস্টের একটি স্মারক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিতি ও চিত্রাঙ্কন এবং রক্তদানসহ জাতীয় কর্মসূচির মতো করে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
যুবদল নেতা কিবরিয়া হত্যা : ভাগিনা মাসুমসহ তিন জন কারাগারে
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা খেলাফত মজলিসের
১০