গোপালগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:১৪
ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সমীর কুমার কুণ্ডু, গোপালগঞ্জের শহীদ মঈনুলের মাসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক বলেন, স্মৃতিস্তম্ভের পাশে গোপালগঞ্জ জেলার সাত শহীদ স্মরণে একটি করে গাছ রোপণ করা হবে। সব শহীদের কবর সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। জেলা পরিষদের তত্ত্বাবধায়নে আইডিয়া প্রজেক্টের মাধ্যমে পাঁচটি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ দিয়ে ৫ আগস্টের একটি স্মারক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিতি ও চিত্রাঙ্কন এবং রক্তদানসহ জাতীয় কর্মসূচির মতো করে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই হাজার ড্রোনের প্রদর্শনীতে শেষ হলো ১৪ জুলাই উইমেন্স ডে
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
১০