গোপালগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:১৪
ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সমীর কুমার কুণ্ডু, গোপালগঞ্জের শহীদ মঈনুলের মাসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক বলেন, স্মৃতিস্তম্ভের পাশে গোপালগঞ্জ জেলার সাত শহীদ স্মরণে একটি করে গাছ রোপণ করা হবে। সব শহীদের কবর সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। জেলা পরিষদের তত্ত্বাবধায়নে আইডিয়া প্রজেক্টের মাধ্যমে পাঁচটি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ দিয়ে ৫ আগস্টের একটি স্মারক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিতি ও চিত্রাঙ্কন এবং রক্তদানসহ জাতীয় কর্মসূচির মতো করে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০