বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইভাই নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:২৫

বগুড়া, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নন্দীগ্রাম উপজেলায় আজ বগুড়া-নাটোর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইভাই নিহত হয়েছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার শহরকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার নন্দীগ্রাম উপজেলায় শহরকুড়ি (টিটিগাড়ি) গ্রামের আলহাজ্ব আব্দুল জলিলের দুইছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ইসমাইল ও ইদ্রিস মোটরসাইকেলে যোগে নন্দীগ্রাম থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের শহরকুড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বিআরটিসি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’ভাই নিহত হন। 

বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০