বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইভাই নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:২৫

বগুড়া, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নন্দীগ্রাম উপজেলায় আজ বগুড়া-নাটোর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইভাই নিহত হয়েছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার শহরকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার নন্দীগ্রাম উপজেলায় শহরকুড়ি (টিটিগাড়ি) গ্রামের আলহাজ্ব আব্দুল জলিলের দুইছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ইসমাইল ও ইদ্রিস মোটরসাইকেলে যোগে নন্দীগ্রাম থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের শহরকুড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বিআরটিসি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’ভাই নিহত হন। 

বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
যুবদল নেতা কিবরিয়া হত্যা : ভাগিনা মাসুমসহ তিন জন কারাগারে
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা খেলাফত মজলিসের
১০