বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইভাই নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:২৫

বগুড়া, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নন্দীগ্রাম উপজেলায় আজ বগুড়া-নাটোর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইভাই নিহত হয়েছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার শহরকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার নন্দীগ্রাম উপজেলায় শহরকুড়ি (টিটিগাড়ি) গ্রামের আলহাজ্ব আব্দুল জলিলের দুইছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ইসমাইল ও ইদ্রিস মোটরসাইকেলে যোগে নন্দীগ্রাম থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের শহরকুড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বিআরটিসি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’ভাই নিহত হন। 

বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী
চট্টগ্রামে আগুনে পুড়েছে ঝুট কারখানা
উলামায়ে কেরামের মধ্যে জাতি ইস্পাতকঠিন ঐক্য চায় : ডা. শফিকুর রহমান
যুক্তরাষ্ট্রে অচলাবস্থা গড়াল দ্বিতীয় সপ্তাহে
সিলেটে সাদাপাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু চেয়ারম্যান গ্রেফতার
ভাষাসৈনিক আহমদ রফিকের প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
গাজা হত্যাকাণ্ড ‘একবারের জন্য’ বন্ধের সুযোগকে স্বাগত জাতিসংঘ মানবাধিকার প্রধানের
‘পোলার আইসক্রিম’ ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল কাল
বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
সরকারসহ সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব হয়েছে 
১০