কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২ জনের ২১ জন মুক্ত

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০২
কিশোর অপরাধে জড়িত সন্দেহে চাঁদপুরে জেলা পুলিশ ২২ জনকে আটক করে ২১ জনকেই মুক্তি দিয়েছে। ছবি: বাসস

চাঁদপুর, ১৫ জুলাই ২০২৫ (বাসস): কিশোর অপরাধে জড়িত সন্দেহে জেলা পুলিশ ২২ জনকে আটক করে  ২১ জনকেই মুক্তি দিয়েছে। এর আগে গত রোববার ৩২ জনকে আটক করা হয়। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, কিশোর অপরাধে জড়িতদের নিয়ন্ত্রণে জেলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার ৩২ জনের পর এবার আরেক অভিযানে আটক হয়েছে ২২জন। এর মধ্যে একজনকে আটক রাখা হয়েছে। বাকী ২১জনকে মুচলেকা আদায় করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া  হয়েছে।

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকরা হলেন; আদীব (২০), মো. ফাহিম মিয়া (২০), ইয়াছিন মিজি (১৮), শাহাদাত হোসেন (২০), জুনায়েত তালুকদার (২০), ইয়াছিন আরাফাত (২০), মো. জিহাদ গাজী (১৭), মো. জুয়েল (১৭), মো. আব্দুস সালাম (১৬), সাইফ ইসলাম (১৬), রাশেদুল ইসলাম (১৬), মোহাইমিনুল ইসলাম (১৮), নাহিদুল ইসলাম (১৬), আল-আমিন (১৮), মাইনুর মিয়া (১৭), মো. রাব্বি (১৮), আলিফ বিন আজিজ (২৫), মজিব মাহাবুব জ্যোতি (২৩), আল-আমিন(২৩), আব্দুর রহমান(২৫) ও মোকতাদির আহাম্মেদ (২৩)।

ওসি বাহার মিয়া বলেন, গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা  থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কিশোর অপরাধের জড়িত সন্দেহে চাঁদপুর সদরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, ল্যাংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ জন কিশোরকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়।

পরবর্তীতে তাদের যাচাই বাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা এবং অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি একজনকে থানা হাজতে আটক রাখা হয়েছে। কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদের আরো সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এর আগে ১৩ জুলাই রোববার দিনগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে মডেল থানা পুলিশ ৩২জনকে আটক করে। তাদেরও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ৬৪ 
তানজানিয়ায় প্রধান বিরোধী দল ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন 
চট্টগ্রামে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেফতার
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেপ্তার
ঝালকাঠিতে অটোমেটেড ভূমিসেবা নিয়ে প্রশিক্ষণ 
অন্ধ্র প্রদেশে আঘাতের পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’
বরিশালে সিসা দূষণ প্রতিরোধ দিবস পালিত
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ‘ব্যর্থ’ : পাকিস্তান
ঝালকাঠিতে গ্রাম পুলিশের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় আসার কয়েক ঘন্টা আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
১০