কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২ জনের ২১ জন মুক্ত

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০২
কিশোর অপরাধে জড়িত সন্দেহে চাঁদপুরে জেলা পুলিশ ২২ জনকে আটক করে ২১ জনকেই মুক্তি দিয়েছে। ছবি: বাসস

চাঁদপুর, ১৫ জুলাই ২০২৫ (বাসস): কিশোর অপরাধে জড়িত সন্দেহে জেলা পুলিশ ২২ জনকে আটক করে  ২১ জনকেই মুক্তি দিয়েছে। এর আগে গত রোববার ৩২ জনকে আটক করা হয়। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, কিশোর অপরাধে জড়িতদের নিয়ন্ত্রণে জেলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার ৩২ জনের পর এবার আরেক অভিযানে আটক হয়েছে ২২জন। এর মধ্যে একজনকে আটক রাখা হয়েছে। বাকী ২১জনকে মুচলেকা আদায় করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া  হয়েছে।

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকরা হলেন; আদীব (২০), মো. ফাহিম মিয়া (২০), ইয়াছিন মিজি (১৮), শাহাদাত হোসেন (২০), জুনায়েত তালুকদার (২০), ইয়াছিন আরাফাত (২০), মো. জিহাদ গাজী (১৭), মো. জুয়েল (১৭), মো. আব্দুস সালাম (১৬), সাইফ ইসলাম (১৬), রাশেদুল ইসলাম (১৬), মোহাইমিনুল ইসলাম (১৮), নাহিদুল ইসলাম (১৬), আল-আমিন (১৮), মাইনুর মিয়া (১৭), মো. রাব্বি (১৮), আলিফ বিন আজিজ (২৫), মজিব মাহাবুব জ্যোতি (২৩), আল-আমিন(২৩), আব্দুর রহমান(২৫) ও মোকতাদির আহাম্মেদ (২৩)।

ওসি বাহার মিয়া বলেন, গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা  থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কিশোর অপরাধের জড়িত সন্দেহে চাঁদপুর সদরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, ল্যাংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ জন কিশোরকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়।

পরবর্তীতে তাদের যাচাই বাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা এবং অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি একজনকে থানা হাজতে আটক রাখা হয়েছে। কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদের আরো সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এর আগে ১৩ জুলাই রোববার দিনগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে মডেল থানা পুলিশ ৩২জনকে আটক করে। তাদেরও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না: রিজভী
বশিরের ইনজুরিতে আট বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ডওসন
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে মিডওয়াইফারি সেবা চালু
আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী: দ্রুত বিচারের দাবি পরিবার-সহযোদ্ধাদের
শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদক-এর পৃথক মামলা
টাঙ্গাইলে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ   
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন
এ মাসেই শুরু হচ্ছে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম
সাতক্ষীরায় দুগ্ধ সমবায় সদস্যদের মধ্যে চেক বিতরণ 
১০