ঠাকুরগাঁওয়ে ইউক্যালিপটাস ও আকাশমনি চারার নিধন শুরু

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৩:৫২ আপডেট: : ১৫ জুলাই ২০২৫, ১৪:০০
মঙ্গলবার ঠাকুরগাঁও জেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১৫ জুলাই, ২০২৫ (বাসস): জেলার  সদর উপজেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ১৬ টি নার্সারিতে ৯০ হাজার  ইউক্যালিপটাস চারা  ধ্বংস করার কার্যক্রমে প্রধান  অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং  বিশেষ  অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ উপ -পরিচালক মাজেদুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক বলেন, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ  এখন আর সরকারিভাবে উৎপাদনে উৎসাহ দেয়া হয় না।  কারণ এ গাছগুলো মাত্রাতিরিক্ত পানি শোষণ করে, ফলে ভূগর্ভস্ত পানির লেয়ার নিচে নামিয়ে পরিবেশ ও মানুষের জীবন ভবিষ্যতে বিপন্ন করতে পারে। তাই এগুলোর পরিবর্তে দেশিয় ও পরিবেশ বান্ধব গাছ রোপণে পরামর্শ দিচ্ছি।

এর আগে পৌরসভাসহ গড়েয়া ইউনিয়নের ৬ টি নার্সারিতে  ৬১ হাজার   ইউক্যালিপটাস ও আকাশমনির চারা ধ্বংস করা হয়।সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম বলেন, এই গাছ গুলো দ্রুত বর্ধনশীল হলেও এরা মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে এবং জীববৈচিত্রের উপর বিরুপ প্রভাব ফেলে।

উপজেলা কৃষি অফিস জানায়,পর্যায়ক্রমে সদরের বিভিন্ন  ইউনিয়নের অবশিষ্ট চারাগুলো ধ্বংস করা হবে।  

মাঠ পর্যায়ে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মুজাহিদ ও মসিউর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম ও পরিতোষ অধিকারী এবং এলাকার সাধারণ জনগণসহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী
চট্টগ্রামে আগুনে পুড়েছে ঝুট কারখানা
উলামায়ে কেরামের মধ্যে জাতি ইস্পাতকঠিন ঐক্য চায় : ডা. শফিকুর রহমান
যুক্তরাষ্ট্রে অচলাবস্থা গড়াল দ্বিতীয় সপ্তাহে
সিলেটে সাদাপাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু চেয়ারম্যান গ্রেফতার
ভাষাসৈনিক আহমদ রফিকের প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
গাজা হত্যাকাণ্ড ‘একবারের জন্য’ বন্ধের সুযোগকে স্বাগত জাতিসংঘ মানবাধিকার প্রধানের
‘পোলার আইসক্রিম’ ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল কাল
বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
সরকারসহ সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব হয়েছে 
১০