খাগড়াছড়িতে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৪:৪২ আপডেট: : ১৫ জুলাই ২০২৫, ১৪:৫০
নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নে খাগড়াছড়িতে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন। ছবি: বাসস

খাগড়াছড়ি, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির সংযোজন এবং নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নে আজ খাগড়াছড়িতে মাল্টিমিডিয়া ক্লাসরুম (এমএমসি) সিস্টেম কমিশনিং, টেকনিক্যাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় শেফালিকা ত্রিপুরা বলেন, এই উদ্যোগ শুধু ডিজিটাল শিক্ষা বিস্তার নয়, বরং সমাজে নারীর অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে। প্রতিটি ক্লাসরুম হবে প্রযুক্তির শক্তিতে সমতা প্রতিষ্ঠার কেন্দ্র।

তিনি বলেন, এই কর্মসূচি পাহাড়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তারে একটি নতুন অধ্যায় রচনা করল। প্রযুক্তির সঙ্গে নারীর হাত মেলানোর এই প্রয়াস সমাজে গড়ে তুলবে জেন্ডার সমতা, আত্মবিশ্বাস ও টেকসই উন্নয়নের দৃঢ় ভিত্তি।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ, নিটোল মনি চাকমা, প্রশান্ত কুমার ত্রিপুরা, ধনেশ্বর ত্রিপুরা, ইউএনডিপির জেলা কর্মসূচি বাস্তবায়ন বিশ্লেষক প্রিয়তর চাকমা, উপজেলা ফেসিলিটেটিং এসোসিয়েট অংক্যছেন মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
নিলামে ৩৭৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে টেকসই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা
দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি : পুলিশ সদর দপ্তর
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক
শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু
ই-সফট এরিনা চেস ক্লাব ও অগ্রনী ব্যাংক যুগ্মভাবে শীর্ষে
শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়া চিকিৎসক নিয়োগের অভিযোগে দুদকের অভিযান
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
১০