চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৫:৩৯
জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। ছবি বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই শহিদ স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে শহরের পাঠানপাড়া ফুড অফিস সংলগ্ন এলাকায় এ স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে শহিদ তারিক হোসেনের বাবা আশাদুল ইসলাম, পুলিশ সুপার রেজাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন হোসেন প্রমুখ। 

এসময় জেলা প্রশাসক বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে শহিদের স্মরণে এই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। আগামী ৩৬ জুলাই অর্থ্যাৎ ৫ আগষ্ট শহিদদের স্মরণে এই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

উদ্বোধন শেষে শহিদের আত্মার মাগরিরাত ও জুলাই আন্দোলনে আহতের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘পোলার আইসক্রিম’ ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল কাল
বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
সরকারসহ সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব হয়েছে 
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬
সিলেট নগরের যানজট নিরসনে এনসিপির ২৭ প্রস্তাব
পটুয়াখালীতে ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে কোস্ট গার্ড
চট্টগ্রামে ১দিনে ৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি 
নৌপরিবহন উপদেষ্টা ও ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর বৈঠক
১০