চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৫:৩৯
জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। ছবি বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই শহিদ স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে শহরের পাঠানপাড়া ফুড অফিস সংলগ্ন এলাকায় এ স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে শহিদ তারিক হোসেনের বাবা আশাদুল ইসলাম, পুলিশ সুপার রেজাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন হোসেন প্রমুখ। 

এসময় জেলা প্রশাসক বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে শহিদের স্মরণে এই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। আগামী ৩৬ জুলাই অর্থ্যাৎ ৫ আগষ্ট শহিদদের স্মরণে এই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

উদ্বোধন শেষে শহিদের আত্মার মাগরিরাত ও জুলাই আন্দোলনে আহতের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
নিলামে ৩৭৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে টেকসই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা
দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি : পুলিশ সদর দপ্তর
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক
শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু
ই-সফট এরিনা চেস ক্লাব ও অগ্রনী ব্যাংক যুগ্মভাবে শীর্ষে
শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়া চিকিৎসক নিয়োগের অভিযোগে দুদকের অভিযান
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
১০