নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৫:৪৯
মঙ্গলবার নওগাঁর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্র ও জনতার প্রতিনিধি দল। ছবি : বাসস

নওগাঁ, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্র ও জনতার প্রতিনিধি দল।

আজ দুপুরে শহরের মুক্তির মোড়ে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচিগুলো তুলে ধরেন ছাত্রনেতা আরমান হোসেন ও নুসরাত জাহান জরি।

তাঁরা বলেন, আগামী ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়ের দিন। গত বছরের এই দিনে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটেছিল। ১ জুলাই থেকে শুরু হওয়া অভ্যুত্থানকে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষে একটি স্পষ্ট উচ্চারণ হিসেবে উল্লেখ করেন তাঁরা।

ঘোষিত কর্মসূচিগুলো হলো:

এক. ১৮-১৯ জুলাই: শহরে দেয়ালচিত্র অঙ্কন, যেখানে থাকবে আন্দোলনের প্রতিচ্ছবি ও ভবিষ্যতের বাংলাদেশ।

দুই. ২৫ জুলাই: কাজীর মোড়ে ‘বিজয় চত্বর’ নামফলক উন্মোচন।

তিন. ২৮ জুলাই: বৃক্ষরোপণ কর্মসূচি।

চার. ৩১ জুলাই: শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও গণসংগীত।

পাচঁ. ২ আগস্ট: শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মহফিল এবং

ছয়. ৩ আগস্ট: পথনাট্য পরিবেশনা।

আয়োজকেরা জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের নয়, এটি মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে একটি নাগরিক উদ্যোগ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসব কর্মসূচির বাইরে অন্যান্য দিনগুলোতেও শহরের বিভিন্ন মোড়ে, বাজারে ও জনবহুল এলাকায় মাইকিং, পদযাত্রা ও সচেতনতামূলক প্রচার চালানো হবে।

সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০