মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:০৮

মুন্সীগঞ্জ, ১৫ জুলাই, ২০২৫ (বাসস ) : জেলায় মাদক আইনের মামলায় ৪ মাদক কারবারিকে  সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো, মো. লিটন (৪১) সদর উপজেলার রমজানবেগ গ্রামের আব্দুল বাতেন মাষ্টারের ছেলে, নয়ন কাজী (২২) সদর উপজেলার শির মন্দির গ্রামের আলী আক্কাসের ছেলে, মো. পাবেল (২৪), সদর উপজেলার রমজানবেগ গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে এবং আল আমীন (২৩) সদর উপজেলার জোড় পুকুরপাড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

আজ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড, সুলতানা রোজিনা ইয়াসমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, এজাহার মোতাবেক ২০১৮ সালের ২১ অক্টোবর পুলিশ সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় আক্কাস আলীর বসত ঘরের সামনে থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়।

এ্যাড.সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, আসামী মো. লিটনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড  অপর ৩ আসামী নয়ন কাজী , মো. পাভেল  এবং আল আমীন প্রত্যেককে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।আসামীরা পলাতক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
নিলামে ৩৭৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে টেকসই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা
দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি : পুলিশ সদর দপ্তর
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক
শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু
ই-সফট এরিনা চেস ক্লাব ও অগ্রনী ব্যাংক যুগ্মভাবে শীর্ষে
শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়া চিকিৎসক নিয়োগের অভিযোগে দুদকের অভিযান
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
১০