ঢাবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের পরিচিতি সভা

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:৩৬
ঢাবি অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা মঙ্গলবার ক্যাম্পাসের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছবি : ঢাবি

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অর্থনীতি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা আজ মঙ্গলবার ক্যাম্পাসের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. সেলিম রায়হান এবং বিভাগের অ্যালামনাই ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফাহাদ খলিল বক্তব্য রাখেন।

সভায় অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সময়ের সদ্ব্যবহার করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। সকল ধরনের হতাশা থেকে দূরে থাকতে হবে।

শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে শিক্ষকরা পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘পোলার আইসক্রিম’ ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল কাল
বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
সরকারসহ সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব হয়েছে 
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬
সিলেট নগরের যানজট নিরসনে এনসিপির ২৭ প্রস্তাব
পটুয়াখালীতে ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে কোস্ট গার্ড
চট্টগ্রামে ১দিনে ৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি 
নৌপরিবহন উপদেষ্টা ও ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর বৈঠক
১০