ঢাবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের পরিচিতি সভা

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:৩৬
ঢাবি অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা মঙ্গলবার ক্যাম্পাসের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছবি : ঢাবি

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অর্থনীতি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা আজ মঙ্গলবার ক্যাম্পাসের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. সেলিম রায়হান এবং বিভাগের অ্যালামনাই ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফাহাদ খলিল বক্তব্য রাখেন।

সভায় অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সময়ের সদ্ব্যবহার করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। সকল ধরনের হতাশা থেকে দূরে থাকতে হবে।

শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে শিক্ষকরা পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
নিলামে ৩৭৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে টেকসই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা
দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি : পুলিশ সদর দপ্তর
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক
শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু
ই-সফট এরিনা চেস ক্লাব ও অগ্রনী ব্যাংক যুগ্মভাবে শীর্ষে
শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়া চিকিৎসক নিয়োগের অভিযোগে দুদকের অভিযান
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
১০