বগুড়া, ১৫ জুলাই ২০২৫ (বাসস): জেলার শাজাহানপুর উপজেলায় আজ বজ্রপাতে বাবলা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বেলা পৌঁনে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবলা শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালেই বাবলা মাঠে ঘাস কাটছিলেন। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা কৃষক বাবলাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।