সিলেটে সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:১৫
সাড়ে ১৭ কোটি টাকায় রাস্তার সংস্কার কাজের উদ্বোধন। ছবি : বাসস

সিলেট, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, টিলাগড় ইকোপার্ক, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব প্রশিক্ষণ কেন্দ্র ও দুগ্ধ খামারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চলাচলের রাস্তাটি সংস্কার কাজের উদ্বোধন করেছে কর্তৃপক্ষ। এতে ব্যয় হবে ১৭ কোটি ৪৩ লাখ টাকা। 

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এই কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।

রাস্তাটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী ও পর্যটকরা চলাচলে অসুবিধার সম্মুখীন হতেন। 

এজন্য সিলেট সিটি কর্পোরেশন পথচারী ও জনসাধারণের স্বার্থে স্থানীয় মাদানী ঈদগাহ থেকে সিকৃবি হয়ে ইকোপার্ক পর্যন্ত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের উদ্যোগ নিয়েছে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন জানান, বর্তমানে সড়কটি ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত প্রশস্ত আছে। 

তিনি বলেন, সড়কটি ২৪ ফুটে উন্নীত হবে। সড়কের দুই পাশে ৬ ফুট করে ফুটপাত থাকবে। সড়কটিতে লাইটিং ও ট্রি-প্লান্টেশনসহ বিউটিফিকেশনেরও কাজ হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত : এরদোয়ান
অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে দলে রোহিত ও কোহলি
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে ইসি
চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেফতার
পি কে হালদারের সহযোগী তাজবির কারাগারে
বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ
ফেনীর মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন 
পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
১০