বগুড়ায় ‘ডাকাত সর্দার’সহ গ্রেপ্তার ৩

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:৩৬
ছবি : বাসস

বগুড়া, ১৫ জুলাই ২০২৫ (বাসস): জেলার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধুকে শ্বাসরোধে হত্যা ও টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—উপজেলার বেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিম (৩৪), লক্ষীমন্ডপ গ্রামের আব্দুল মান্নান (৫০) ও আদমদিঘির বাসিকোড়া গ্রামের রফিকুল ইসলাম (৪১)। তাদের মধ্যে হাকিম ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে সাতটির বেশি মামলা আছে। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে হাকিম ও মান্নানকে গ্রেপ্তার করে বগুড়া জেলা ডিবি পুলিশ। পরে তাদের তথ্য অনুযায়ী কুড়িগ্রামের চর জামাল গ্রামে অভিযান চালিয়ে রফিকুলকে ধরা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে স্বর্ণের দুল, চুড়ি, আংটি, দুটি মোবাইল, ঘড়ি ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

আজ দুপুরে জেলা গোয়েন্দা বিভাগ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান। তিনি জানান, গত ৮ জুলাই গভীররাতে লক্ষীমন্ডপ গ্রামে ঘর থেকে ডেকে নিয়ে বৃদ্ধ আফতাব উদ্দিনকে (৬৫) মারধরের পর হত্যা করে ডাকাতরা। পরে তাঁর পুত্রবধু রিভা খাতুনকেও (২৭) একই কায়দায় খুন করা হয়। তবে বেঁচে যায় ঘরে থাকা শিশু রুকাইয়া তাসনিম মালিহা (৫)। পরে ডাকাতরা স্বর্ণালংকার, দুটি মোবাইল ও নগদ ৬ লাখ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, আফতাব উদ্দিনের পুরোনো কর্মচারী আব্দুল মান্নান এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি আগে আফতাবের সেচ পাম্পে কাজ করতেন। অসামাজিক কর্মকাণ্ডের কারণে তাকে বাদ দেওয়া হলে ক্ষোভ থেকে তিনি এই হত্যাকাণ্ড ও ডাকাতির পরিকল্পনা করেন।

তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০