সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন সামগ্রী জব্দ 

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৯:৩২
ভারতীয় বিভিন্ন সামগ্রী জব্দ । ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কালিয়ানী, কাকাডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। এছাড়া, ভোমরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে, ঝাউডাঙ্গা বিশেষ আভিযানিক দল রামের ডাঙ্গা নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এদিকে, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই স্থান হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সুলতানপুর পাকা রাস্তা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক আটলাখ ৩৭ হাজার পাঁচশ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০