লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা 

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২০:২৮
সপ্তাহব্যাপী বৃক্ষমেলা । ছবি : বাসস

‎‎লক্ষ্মীপুর, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ শীর্ষক স্লোগান নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।   

উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী- এর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্তি পুলিশ সুপার রায়হান কাজেমী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী বন সংরক্ষক মিঠুন চন্দ্র দাস প্রমুখ। 

এর আগে, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে আলোচনাসভায় গিয়ে মিলিত হয়। 

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় শতাধিক স্টল বসেছে।  

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : ধর্ম উপদেষ্টা 
পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা-বিনামূল্যে ওষুধ প্রদান
অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১
নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন মির্জা আব্বাস
ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলার মাদুরো সংলাপের আহ্বান জানিয়েছেন
শেরপুরে বিএনপি’র বর্ধিত সভা 
সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ওলামা-মাশায়েখদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে : সপু
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১০