টেকনাফে ডাকাতের আস্তানায় বিজিবির অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৪৪
কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: বাসস

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৬৪ বিজিবির একটি অভিযানিক দল ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপি’র সদস্যদের সমন্বয়ে রঙ্গীখালী এলাকায় বিশেষ চিরুনি অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদল পালিয়ে যায়।

পরে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, রিভলভারের ২১ রাউন্ড গুলি, একটি লং ব্যারেল একনলা গাদা বন্দুক, ছরার তিন রাউন্ড গুলি, পাঁচটি খালি খোসা, একটি এলজি, একটি ওয়ান শ্যুটার পিস্তল, রাইফেলের ১৪ রাউন্ড গুলি, একটি লং বডি কিরিচ ও দু’টি লম্বা রামদা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

অজ্ঞাত ডাকাতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

উল্লেখ্য, রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান, ডাকাতি, অপহরণ ও গুমসহ নানা অপরাধ কর্মকাণ্ড চলে আসছে। বিজিবির এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : ধর্ম উপদেষ্টা 
পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা-বিনামূল্যে ওষুধ প্রদান
অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১
নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন মির্জা আব্বাস
ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলার মাদুরো সংলাপের আহ্বান জানিয়েছেন
শেরপুরে বিএনপি’র বর্ধিত সভা 
সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ওলামা-মাশায়েখদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে : সপু
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১০