টেকনাফে ডাকাতের আস্তানায় বিজিবির অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৪৪
কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: বাসস

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৬৪ বিজিবির একটি অভিযানিক দল ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপি’র সদস্যদের সমন্বয়ে রঙ্গীখালী এলাকায় বিশেষ চিরুনি অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদল পালিয়ে যায়।

পরে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, রিভলভারের ২১ রাউন্ড গুলি, একটি লং ব্যারেল একনলা গাদা বন্দুক, ছরার তিন রাউন্ড গুলি, পাঁচটি খালি খোসা, একটি এলজি, একটি ওয়ান শ্যুটার পিস্তল, রাইফেলের ১৪ রাউন্ড গুলি, একটি লং বডি কিরিচ ও দু’টি লম্বা রামদা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

অজ্ঞাত ডাকাতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

উল্লেখ্য, রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান, ডাকাতি, অপহরণ ও গুমসহ নানা অপরাধ কর্মকাণ্ড চলে আসছে। বিজিবির এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে সবজির দাম কমলেও কমেনি মাছ-মাংসের 
বাঁশখালীতে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার
অনিয়মের অভিযোগে লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান
নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
জ্বালানি নিয়ে ট্রাম্প-অরবান বৈঠক আগামী সপ্তাহে
নির্বাচিত প্রতিনিধিরা গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন: অধ্যাপক আলী রীয়াজ
অগ্নিসংযোগের ফলে ফ্রান্সে দ্রুতগতির ট্রেন চলাচল ব্যাহত
গাজীপুরে ঝুটের গুদামে আগুন 
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু 
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ আদালতে আপিল শুনানি চলছে
১০