টেকনাফে সামরিক পোশাকসহ দুই ডাকাত আটক

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৩৬
টেকনাফে হোয়াইক্যং বাজার এলাকা থেকে সশস্ত্র ডাকাত নবী হোসেন দলের দুই সদস্যকে সরঞ্জামসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: বাসস

কক্সবাজার, ১৬ জুলাই ২০২৫ (বাসস): জেলার টেকনাফে হোয়াইক্যং বাজার এলাকা থেকে সশস্ত্র ডাকাত নবী হোসেন দলের দুই সদস্যকে সামরিক ইউনিফর্ম ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন;  ‘রোহিঙ্গা ক্যাম্প ৮’ ইস্টের মো. আলীর পুত্র ইমন (২৫) এবং ‘রোহিঙ্গা ক্যাম্প ১৭’ এর আবুল হোসেনের পুত্র মো. ইলিয়াস (১৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জব্দকৃত সামগ্রী নবী হোসেনের টেকনাফ সীমান্তবর্তী দ্বীপের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে তার নেতৃত্বে প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য অবস্থান করে বলে তথ্য রয়েছে।

সেনাবাহিনী ও এপিবিএন সূত্র জানিয়েছে, নবী হোসেন ও তার সহযোগীরা মিয়ানমার থেকে মাদক এনে নাফ নদী পার হয়ে দেশের অভ্যন্তরে সরবরাহ করে। একইসঙ্গে তারা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে চাঁদা আদায় এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি সামরিক ইউনিফর্মের শার্ট, ২০টি সামরিক প্যান্ট, ২০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, একটি ১২ ভোল্ট ব্যাটারি এবং ২টি ১৫০ ওয়াটের সোলার প্যানেল।

সম্প্রতি ১৩ জুলাই ‘ক্যাম্প ১১’ এলাকায় সেনাবাহিনী ও এপিবিএনের আরেক অভিযানে নবী হোসেনের চার সদস্যকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি উজি এসএমজি আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৪ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, হোয়াইক্যং বাজারে সেনাবাহিনী, এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে সামরিক পোশাকসহ বিভিন্ন মালামাল জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
যুবদল নেতা কিবরিয়া হত্যা : ভাগিনা মাসুমসহ তিন জন কারাগারে
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা খেলাফত মজলিসের
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াত আমিরের
২৩ নভেম্বর রোববার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু
১০