নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৩:৩০
বুধবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোর জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ শুরু হয়। ছবি : বাসস

নাটোর, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ শুরু হয়েছে।

আজ সকাল দশটায় সরকারি গণগ্রন্থাগারের বিপরীতে নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন স্থানে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, গণপূর্ত বিভাগ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।

১৮ ফুট  উচ্চতা এবং ছয় ফুট ব্যাসের ষ্টিলের মূল অবকাঠামোটিতে গণঅভ্যুত্থানের শ্লোগান খোদাই করা থাকবে। কংক্রিটের বেদীর উপরে ষ্টিলের আবরণে গণঅভ্যুত্থানে নিহত জেলার আট শহীদের নাম সন্নিবেশিত থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। 

গণপূর্ত বিভাগের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব বাসস’কে বলেন, এরআগে গত বুধবার নির্মাণ কাজের লে-আউট প্রদান করা হয়। আগামী ৫ আগস্টের মধ্যে স্মৃতিস্তম্ভটি পুষ্প স্তবক অর্পণের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
যুবদল নেতা কিবরিয়া হত্যা : ভাগিনা মাসুমসহ তিন জন কারাগারে
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা খেলাফত মজলিসের
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াত আমিরের
১০