লালমনিরহাট,১৬ জুলাই, ২০২৫(বাসস): জেলায় ১৬ জুলাই জাতীয় শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।
সভায় জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলার সংগঠক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের স্বজনদের কথা আর কান্নায় ভারী হয়ে ওঠে সভাস্থল। এ সভায় জুলাই যোদ্ধাদের স্বজনদের বিভিন্ন দাবি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা।