ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৫:৩১
আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন সেচ্ছাসেবী, সামাজিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

কর্মশালায় বক্তারা বলেন, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সমাজ থেকে অপরাধপ্রবণতা ও মাদকের আগ্রাসন রোধ করতে হবে। একইভাবে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে। 

তারা বলেন, আত্মহত্যা একটি মানসিক সমস্যার বহিঃপ্রকাশ। এ সমস্যার সমাধানে সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন হতে হবে। আত্মহত্যা রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার এস এম শাদমান উল আলম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকায় কর্মরত উন্নয়ন কর্মী, সেচ্ছাসেবী, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় আত্মহত্যা প্রতিরোধে নানা দিক নির্দেশনা দেওয়া হয়। এ লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন ও আত্মহত্যা বিরোধী প্রচার-প্রচারণার ওপর জোর দেওয়ার দাবি জানান বক্তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
আহত ছাত্রদল নেতা অভি'র পাশে তারেক রহমান
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশকে জয়ের জন্য ১৩৩ রানের টার্গেট দিল শ্রীলংকা
অস্ত্রোপচারের কারনে তিন মাস মাঠের বাইরে বেলিংহাম
প্রথমবারের মতো দূর নভোমণ্ডলে সৌরজগতের জন্ম প্রত্যক্ষ করলেন জ্যোতির্বিদরা
জুলাই গণহত্যার কুশীলবদের বিচার চলতি বছরে শেষ হবে, আশাবাদ চিফ প্রসিকিউটরের
গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
১০