ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৫:৩১
আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন সেচ্ছাসেবী, সামাজিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

কর্মশালায় বক্তারা বলেন, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সমাজ থেকে অপরাধপ্রবণতা ও মাদকের আগ্রাসন রোধ করতে হবে। একইভাবে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে। 

তারা বলেন, আত্মহত্যা একটি মানসিক সমস্যার বহিঃপ্রকাশ। এ সমস্যার সমাধানে সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন হতে হবে। আত্মহত্যা রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার এস এম শাদমান উল আলম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকায় কর্মরত উন্নয়ন কর্মী, সেচ্ছাসেবী, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় আত্মহত্যা প্রতিরোধে নানা দিক নির্দেশনা দেওয়া হয়। এ লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন ও আত্মহত্যা বিরোধী প্রচার-প্রচারণার ওপর জোর দেওয়ার দাবি জানান বক্তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০