ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৫:৩১
আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন সেচ্ছাসেবী, সামাজিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

কর্মশালায় বক্তারা বলেন, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সমাজ থেকে অপরাধপ্রবণতা ও মাদকের আগ্রাসন রোধ করতে হবে। একইভাবে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে। 

তারা বলেন, আত্মহত্যা একটি মানসিক সমস্যার বহিঃপ্রকাশ। এ সমস্যার সমাধানে সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন হতে হবে। আত্মহত্যা রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার এস এম শাদমান উল আলম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকায় কর্মরত উন্নয়ন কর্মী, সেচ্ছাসেবী, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় আত্মহত্যা প্রতিরোধে নানা দিক নির্দেশনা দেওয়া হয়। এ লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন ও আত্মহত্যা বিরোধী প্রচার-প্রচারণার ওপর জোর দেওয়ার দাবি জানান বক্তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
১০