কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৬:৪০
সাবেক মেয়র মফিজুল গ্রেফতার। ছবি : বাসস

কুমিল্লা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় চান্দিনার মহারং পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি। এ ছাড়াও চান্দিনা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মফিজুল ইসলাম ২০১৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরআগে ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি।

এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশ ভেলাবাইচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জে গাছ আলু সবজি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে 
আগামীকাল থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ 
পঞ্চগড়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
দুবাইয়ে বিশ্ব সমুদ্র দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন
নওগাঁয় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া দেশের সংবিধানকে পরিবর্তন করার অধিকার কারো নেই : সালাহউদ্দিন
পিরোজপুরে আইনজীবী ফেরামের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় 
মার্শের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা
১০