কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৬:৪০
সাবেক মেয়র মফিজুল গ্রেফতার। ছবি : বাসস

কুমিল্লা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় চান্দিনার মহারং পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি। এ ছাড়াও চান্দিনা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মফিজুল ইসলাম ২০১৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরআগে ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি।

এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
যুবদল নেতা কিবরিয়া হত্যা : ভাগিনা মাসুমসহ তিন জন কারাগারে
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা খেলাফত মজলিসের
১০