যশোরে সাংবাদিক শামছুর রহমানের ২৫তম শাহাদত বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৭:১০
বুধবার সাংবাদিক শামছুর রহমানের ২৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

যশোর, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : যশোরের সাহসী সাংবাদিক শামছুর রহমানের ২৫তম শাহাদতবার্ষিকী আজ পালন করা হয়েছে। 

২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে শহীদ হন অকুতোভয় এই সাংবাদিক। গত ২৫ বছর ধরে যশোরের সাংবাদিকরা নানা কর্মসূচিতে এই দিনটি পালন করে থাকেন।

তারই ধারাবাহিকতায় আজ যশোরে সাংবাদিকদের সংগঠনগুলো কালো ব্যাজ ধারণ, শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পন, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ সকালে প্রেসক্লাব যশোরে স্থানীয় সাংবাদিকরা কালো ব্যাজ ধারণের পর শহীদ সাংবাদিক শামছুর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এসময় সাংবাদিকদের দু’টি ইউনিয়ন ও যশোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণ সভায়  প্রেসক্লাব, দুই সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।

স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ গত আড়াই দশকেও সাংবাদিক শামছুর রহমানের হত্যাকারীদের চিহ্নিত ও বিচার করতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যামামলাটি গত ২০ বছর ধরে মুখ থুবড়ে পড়ে আছে। আইনের মারপ্যাঁচে মামলাটি উচ্চ আদালতে আটকে আছে। নিহতের স্বজন ও স্থানীয় সাংবাদিকরা মামলাটি চালু করতে বারবার বিভিন্ন সরকারের কাছে ধর্ণা দিলেও কোন ফল মেলেনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের
ধর্মের দোহাই দিয়ে মানুষকে ধোকা দেয়া যাবে না : কানসাটে শাহজাহান মিঞা
ভূমিকম্পে নরসিংদীতে ৪ জনের মৃত্যু 
বান্দরবানে বিএনপি’র পথসভা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
যুবদল নেতা কিবরিয়া হত্যা : ভাগিনা মাসুমসহ তিন জন কারাগারে
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা খেলাফত মজলিসের
১০