যশোরে সাংবাদিক শামছুর রহমানের ২৫তম শাহাদত বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৭:১০
বুধবার সাংবাদিক শামছুর রহমানের ২৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

যশোর, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : যশোরের সাহসী সাংবাদিক শামছুর রহমানের ২৫তম শাহাদতবার্ষিকী আজ পালন করা হয়েছে। 

২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে শহীদ হন অকুতোভয় এই সাংবাদিক। গত ২৫ বছর ধরে যশোরের সাংবাদিকরা নানা কর্মসূচিতে এই দিনটি পালন করে থাকেন।

তারই ধারাবাহিকতায় আজ যশোরে সাংবাদিকদের সংগঠনগুলো কালো ব্যাজ ধারণ, শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পন, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ সকালে প্রেসক্লাব যশোরে স্থানীয় সাংবাদিকরা কালো ব্যাজ ধারণের পর শহীদ সাংবাদিক শামছুর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এসময় সাংবাদিকদের দু’টি ইউনিয়ন ও যশোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণ সভায়  প্রেসক্লাব, দুই সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।

স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ গত আড়াই দশকেও সাংবাদিক শামছুর রহমানের হত্যাকারীদের চিহ্নিত ও বিচার করতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যামামলাটি গত ২০ বছর ধরে মুখ থুবড়ে পড়ে আছে। আইনের মারপ্যাঁচে মামলাটি উচ্চ আদালতে আটকে আছে। নিহতের স্বজন ও স্থানীয় সাংবাদিকরা মামলাটি চালু করতে বারবার বিভিন্ন সরকারের কাছে ধর্ণা দিলেও কোন ফল মেলেনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০