দিনাজপুর, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বিরামপুর উপজেলায় আজ দুপুর ১২ টায় বজ্রপাতে দেলোয়ার হোসেন প্রিন্স (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে কৃষি জমিতে কাজ করা অবস্থায় তার মৃত্যু হয়। কৃষক প্রিন্স ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যয়, বুধবার কাজ করার জন্য মাঠে গিয়েছিলেন প্রিন্স। সে মাঠে কাজ করা কালিন সময়ে বাড়ি সংলগ্ন মাঠে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. মমতাজুল হক জানান, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ হস্তন্তর করা হয়েছে।