পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৭:২৬

পিরোজপুর, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, নাজিরপুরের মধ্য হোগলাপাশা গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে সেলিম শেখ (৪৬) ও মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও মো.জাহাঙ্গীর শেখ (৫১)। তবে মামলা চলাকালীন সময়ে মারা গেছেন হাতেম আলী শেখ। হাতেম আলী বাদে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ প্রতিবেশী ১৪-১৫জন বাদশা শেখের উপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ ডিসেম্বর বাদশা শেখের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী আকলিমা বেগম ১৩ জনের নাম উল্লেখসহ আরো তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করে নাজিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনকে অভিযুক্ত করে পরের বছর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০