পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৭:২৬

পিরোজপুর, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, নাজিরপুরের মধ্য হোগলাপাশা গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে সেলিম শেখ (৪৬) ও মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও মো.জাহাঙ্গীর শেখ (৫১)। তবে মামলা চলাকালীন সময়ে মারা গেছেন হাতেম আলী শেখ। হাতেম আলী বাদে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ প্রতিবেশী ১৪-১৫জন বাদশা শেখের উপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ ডিসেম্বর বাদশা শেখের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী আকলিমা বেগম ১৩ জনের নাম উল্লেখসহ আরো তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করে নাজিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনকে অভিযুক্ত করে পরের বছর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০