পিরোজপুর, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, নাজিরপুরের মধ্য হোগলাপাশা গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে সেলিম শেখ (৪৬) ও মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও মো.জাহাঙ্গীর শেখ (৫১)। তবে মামলা চলাকালীন সময়ে মারা গেছেন হাতেম আলী শেখ। হাতেম আলী বাদে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ প্রতিবেশী ১৪-১৫জন বাদশা শেখের উপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ ডিসেম্বর বাদশা শেখের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী আকলিমা বেগম ১৩ জনের নাম উল্লেখসহ আরো তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করে নাজিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনকে অভিযুক্ত করে পরের বছর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।