সুনামগঞ্জে ‘বিনা’ উদ্ভাবিত আমনের জাতসমূহের চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৭:৪৪
ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘বিনা’ উদ্ভাবিত সিলেট অঞ্চল উপযোগী আমন ধানের জাতসমূহের চাষাবাদ কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণ’ শীর্ষক কৃষক- কৃষাণীদের  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ ‘বিনা’ উপকেন্দ্রের প্রশিক্ষণ হলরুমে ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’র অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষকদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেফাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘বিনা’র  মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। 

বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, বিশম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। 

প্রশিক্ষণ বক্তরা বলেন, ‘বিনা’ উদ্ভাবিত সিলেট অঞ্চলের উপযোগী আমন ধানের উন্নত জাতসমূহের চাষাবাদে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিনা’র স্বল্পমেয়াদকালীন বিভিন্ন জাতের আমন চাষাবাদ করে কৃষকরা লাভবান হতে পারেন। বিনার নতুন জাত চাষাবাদে কৃষকরা সচেতন হলে ফলন ভালো হবে।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে ১১০ জন কৃষক- কৃষাণী অংশগ্রহন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০