জুলাই শহীদদের স্মরণে পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৮:১৭
ছবি : বাসস

পঞ্চগড়, ১৮ জুলাই ২০২৫ (বাসস): জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে পঞ্চগড় জেলা বিএনপি।

আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি শহরের দলীয় কার্যালয় থেকে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে আগামীর দিকে এগিয়ে যেতে হবে। কোনো অপশক্তি যেন বাংলাদেশকে আর ঘায়েল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। 

এ সময় শহীদদের আত্মত্যাগের কথা স্মৃতিচারণ ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করতে হবে : ইসলামী আন্দোলন
হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী
মিশন খোলার লক্ষ্যে বাংলাদেশ ও ইউএনএইচআর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মসজিদ মুসলিম সমাজের হৃৎস্পন্দন : ধর্ম উপদেষ্টা
গণতন্ত্র নস্যাৎ করতে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চলছে: ড. মঈন খান
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়া হবে : নাহিদ ইসলাম
বান্দরবানে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
১০