জুলাই শহীদদের স্মরণে পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৮:১৭
ছবি : বাসস

পঞ্চগড়, ১৮ জুলাই ২০২৫ (বাসস): জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে পঞ্চগড় জেলা বিএনপি।

আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি শহরের দলীয় কার্যালয় থেকে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে আগামীর দিকে এগিয়ে যেতে হবে। কোনো অপশক্তি যেন বাংলাদেশকে আর ঘায়েল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। 

এ সময় শহীদদের আত্মত্যাগের কথা স্মৃতিচারণ ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
১০