সুনামগঞ্জে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৮:০০

সুনামগঞ্জ, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : জেলার মধ্যনগর উপজেলায় আজ যাত্রীবাহি নৌকা ডুবির ঘটনায় শামছুন্নাহার (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে মধ্যনগর উপজেলায় সোমেশ্বরী নদীর পিপড়াকান্দা সেতুর নিচে এ ঘটনা ঘটে। 

মৃত বৃদ্ধা শামছুন্নাহার নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, শুক্রবার সকালে ২৫-৩০ জন যাত্রী নিয়ে স্বরসতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকা মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে নৌকাটি সোমেশ্বরী নদীর পিপড়াকান্দা সেতুর নিচে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বৃদ্ধা শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে। গুরুতর অবস্তায় তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত শামছুন্নাহারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অর্ধশতাধিক সাক্ষ্যগ্রহণ
কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার 
ধামরাইয়ে অটোরিকশা চালক হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২
মারা গেলেন কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড
ভারত ম্যাচের আগে লিটনের ইনজুরি শঙ্কা
নৌবাহিনীর অভিযানে মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক
দুর্গাপূজায় উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে সতর্ক থাকতে হবে : ধর্ম উপদেষ্টা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়                  
১০