গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৯:১৮
ছবি : বাসস

গাজীপুর, ১৮ জুলাই ২০২৫ (বাসস): জেলার কালিয়াকৈর উপজেলায় আজ সিএনজি-চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার ধনুট উপজেলার ইশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তার ছেলে (নাম- বয়স পুলিশ নিশ্চিত করতে পারেনি) এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি-চালিত অটোরিকশা কালিয়াকৈরে যাচ্ছিল। পথিমধ্যে যাত্রী বোঝাই অটোরিকশাটি কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ সময় আহত অপর তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক আরও দু’জনকে মৃত ঘোষণা করেন। 

সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতদের মধ্যে তিনজনই একই পরিবারের তবে একজনের নাম জানা যায়নি। নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
১০