গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৯:১৮
ছবি : বাসস

গাজীপুর, ১৮ জুলাই ২০২৫ (বাসস): জেলার কালিয়াকৈর উপজেলায় আজ সিএনজি-চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার ধনুট উপজেলার ইশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তার ছেলে (নাম- বয়স পুলিশ নিশ্চিত করতে পারেনি) এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি-চালিত অটোরিকশা কালিয়াকৈরে যাচ্ছিল। পথিমধ্যে যাত্রী বোঝাই অটোরিকশাটি কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ সময় আহত অপর তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক আরও দু’জনকে মৃত ঘোষণা করেন। 

সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতদের মধ্যে তিনজনই একই পরিবারের তবে একজনের নাম জানা যায়নি। নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করতে হবে : ইসলামী আন্দোলন
হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী
১০