গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৯:১৮
ছবি : বাসস

গাজীপুর, ১৮ জুলাই ২০২৫ (বাসস): জেলার কালিয়াকৈর উপজেলায় আজ সিএনজি-চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার ধনুট উপজেলার ইশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তার ছেলে (নাম- বয়স পুলিশ নিশ্চিত করতে পারেনি) এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি-চালিত অটোরিকশা কালিয়াকৈরে যাচ্ছিল। পথিমধ্যে যাত্রী বোঝাই অটোরিকশাটি কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ সময় আহত অপর তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক আরও দু’জনকে মৃত ঘোষণা করেন। 

সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতদের মধ্যে তিনজনই একই পরিবারের তবে একজনের নাম জানা যায়নি। নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অর্ধশতাধিক সাক্ষ্যগ্রহণ
কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার 
ধামরাইয়ে অটোরিকশা চালক হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২
মারা গেলেন কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড
ভারত ম্যাচের আগে লিটনের ইনজুরি শঙ্কা
নৌবাহিনীর অভিযানে মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক
দুর্গাপূজায় উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে সতর্ক থাকতে হবে : ধর্ম উপদেষ্টা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়                  
১০