চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:০৭
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): জেলার আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের একটি বাড়ি থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় জড়িত মনোয়ারা বেগম নামে ৪৩ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার মো. আনোয়ার মাঝির বসতঘরে র‌্যাব-৭ এর পতেঙ্গা ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইয়াবাসহ নারীকে আটক করে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক এম. আর. এম মোজাফ্ফর হোসেন জানান, আনোয়ারার রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। গোপনে এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ৪৩ বছর বয়সী মনোয়ারা বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বসতঘরের খাটের নিচে লুকানো অবস্থায় ১০টি ইট সদৃশ প্যাকেটে বিশেষভাবে মোড়ানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করে জানান, কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। মনোয়ারা বেগমকে উদ্ধারকৃত ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক মনোয়ারাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং এ ঘটনায় জড়িত তার স্বামী ও ছেলেকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০