ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:২০
ঝিনাইদহ জেলার মহেশপুরে আজ ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। ছবি: বাসস 

ঝিনাইদহ, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : জেলার মহেশপুর উপজেলায় আজ ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

উদ্ধারকৃত স্বর্ণের দু’টি বারের ওজন ২৩২ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক আনুমানিক  ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা।

আজ শুক্রবার বিজিবি’র মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) মেদিনীপুর বিওপি'র সদস্যরা গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযানকালে এ স্বর্ণ উদ্ধার করে।

শুক্রবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের এ তথ্য নিশ্চিত করেন। 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন মেদিনীপুর বিওপি'র নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেলের চালককে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পরে জব্দকৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলার সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া এ বছর তিনবার আকাশসীমা লঙ্ঘন করেছে : নরওয়ে 
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, মস্কোতে পাল্টা হামলা
সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহে ১০১টি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে 
রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭ 
সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ
নীলফামারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
খেলনা শিল্প জোরদার করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান
এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আসতে পারে : ডিজি স্বাস্থ্য শিক্ষা
পায়রা বন্দরের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
১০