ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ 

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:২০
ঝিনাইদহ জেলার মহেশপুরে আজ ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। ছবি: বাসস 

ঝিনাইদহ, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : জেলার মহেশপুর উপজেলায় আজ ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

উদ্ধারকৃত স্বর্ণের দু’টি বারের ওজন ২৩২ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক আনুমানিক  ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা।

আজ শুক্রবার বিজিবি’র মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) মেদিনীপুর বিওপি'র সদস্যরা গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযানকালে এ স্বর্ণ উদ্ধার করে।

শুক্রবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের এ তথ্য নিশ্চিত করেন। 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন মেদিনীপুর বিওপি'র নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেলের চালককে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পরে জব্দকৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলার সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০