একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২২:২২

খুলনা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সঙ্গে কোনো আপস নেই উল্লেখ করে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে। 

নেতৃবৃন্দ বলেন, ‘ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। ৫ আগস্টের রক্তাক্ত বিপ্লবের পর দেশের অতীত ইতিহাস মুছে ফেলার চক্রান্ত হয়েছে। 

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ শুক্রবার বিকেলে নগরীর জিয়া হল চত্বর (শিববাড়ি) মোড়ে মৌন মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এ আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান। বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। 

একটি চক্র বিএনপির অর্জন নষ্ট করার জন্য ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় একটি হত্যাকাণ্ডকে ঘিরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য ছাড়া ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করা সম্ভব হবে না। 

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, আলী আসগর লবি, রেহানা ঈসা, অ্যাড. মোমরেজুল ইসলাম, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শ্রমিকদলের মজিবর রহমান, যুবদলের আব্দুল আজিজ সুমন, মহিলা দলের নার্গিস আলী ও কৃষকদলের আক্তারুজ্জামান সজিব তালুকদার। 

সমাবেশ শেষে একটি মৌন মিছিল কেডিএ অ্যাভিনিউ হয়ে রয়্যাল চত্বরে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০