সিলেটে বিএনপির মৌন মিছিল

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০০:১২

সিলেট ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সিলেট জেলা ও মহানগর বিএনপি  নগরীতে আজ শুক্রবার মৌন মিছিল করেছে।

 নগরীর কোট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মৌন মিছিল উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ষড়যন্ত্র শেষ হয়নি, বিবেকবান মানুষ বলছেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ দেশের মানুষ যেমন একাত্তর সালে দেশকে  স্বাধীন করেছে, এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময়ে তাদের নিজের অধিকার রক্ষায় সোচ্চার হয়েছে, নব্বইতে সোচ্চার হয়েছে, চব্বিশে সোচ্চার হয়েছে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে  আপনারা সোচ্চার এবং সচেতন থাকুন। কারা কীভাবে ষড়যন্ত্র করছে, কারা কীভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে সচেতন থাকতে হবে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর যৌথ পরিচালনায়  সমাবেশে স্বাগত বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া এ বছর তিনবার আকাশসীমা লঙ্ঘন করেছে : নরওয়ে 
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, মস্কোতে পাল্টা হামলা
সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহে ১০১টি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে 
রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭ 
সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ
নীলফামারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
খেলনা শিল্প জোরদার করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান
এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আসতে পারে : ডিজি স্বাস্থ্য শিক্ষা
পায়রা বন্দরের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
১০