কিশোরগঞ্জ, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গতকাল শুক্রবার কিশোরগঞ্জে শোক র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কিশোরগঞ্জ টাউন হলের সামনে থেকে শুরু হেয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথখোলা ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, মহিলা দলের সভাপতি জেসমিন সুলতানা কবিতা ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ছাত্রদলের ১৪৪ জনসহ বিএনপির অনেক নেতাকর্মী শহীদ হয়েছিলেন এ আন্দোলনে। শহীদদের রক্তের বিনিময়ে এদেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম আরও বেগবান হয়েছে।”
শোক র্যালি ও সমাবেশে অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।