ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০

বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৯:৫৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গত সপ্তাহে একাধিক ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজদের সন্ধান চলছে বলে এক দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন।

বানজারনেগারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, গত শনিবার জাভা প্রদেশের বানজারনেগারা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৪৮টি বাড়ি ধ্বংস হয়ে যায়।

বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি বৃহস্পতিবার রাতে জানান, সেনাবাহিনী, পুলিশ, অনুসন্ধান ও উদ্ধার দল এবং স্বেচ্ছাসেবকসহ ৭০০-এরও বেশি কর্মীকে বানজারনেগারায় মোতায়েন করা হয়েছে। এছাড়া ট্র্যাকিং কুকুরও ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধার দল ভূমিধসে নিহত সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আর ১৮ জনের সন্ধান এখনও চলছে।

মুহারি বলেন, প্রায় ১ হাজার মানুষ ওই জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বৃষ্টি, জলাবদ্ধতা এবং প্রবাহমান ঝরনার কারণে পরবর্তী ভূমিধসের সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।

গত সপ্তাহে মধ্য জাভার সিলাকাপ জেলায়ও ভয়াবহ ভূমিধস আঘাত হানে।

বিএনপিবি বুধবার জানিয়েছে, সিলাকাপে ২০ জনের প্রাণহানি হয়েছে এবং তিনজন এখনও নিখোঁজ রয়েছে। বানজারনেগারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার (৪৬ মাইল) দূরে অবস্থিত এ জেলার বিষয়ে কর্মকর্তারা এখনও হালনাগাদ তথ্য দেননি।

প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বর্ষায় দেশটিতে ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগ দেখা দেয়। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
চট্টগ্রামে সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু  
তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর ড্রিলিং ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্পের
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি ৪৩৬ জন
১০