চট্টগ্রামে সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ২০:০২
আবু বক্কর চৌধুরী। ছবি : বাসস

চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরের জাকির হোসেন সড়ক এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবু বক্করকে গ্রেপ্তার করে। 

গোয়েন্দা পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করার পর তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। তিনি পলাতক আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী এবং ওয়ার্ড আ. লীগ নেতা। 

মামলার নথি অনুযায়ী, গত ১৮ মার্চ এজাজ খান নামে এক ব্যক্তি মোট ৫৩ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করে মামলা করেন। এতে সাবেক এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং সাবেক মেয়র আজম নাছির উদ্দিনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলায় অভিযোগ আনা হয় যে, তারা গত বছরের ১৮ জুলাই শিক্ষার্থী-নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টা করেন। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়।

চান্দগাঁও থানা পুলিশের ওসি জাহেদুল কবির বলেন, মাঝরাতে আওয়ামী লীগ নেতা আবু বক্করকে থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। তিনি চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মামলার এজাহারভুক্ত আসামি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
নাটোরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
গাজীপুরে ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি, হতাহতের খবর পাওয়া যায়নি 
আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
চট্টগ্রামে সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
১০