শহীদ ছাত্র-জনতার স্মরণে বাগেরহাটে বিএনপির মৌন মিছিল

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৪:০২ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ১৪:৫৩
ছবি: বাসস

বাগেরহাট, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে গতকাল শুক্রবার বিকাল ৫টায় বাগেরহাটে জাতীয়তাবাদী দল বিএনপি মৌন মিছিল করেছে।

শুক্রবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। কালো ব্যাজ পরিধান এবং কালো পতাকা নিয়ে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী এই মিছিলে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ প্রমুখ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু  
তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর ড্রিলিং ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্পের
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি ৪৩৬ জন
ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, আহতদের পাশে থাকবে বিএনপি : তারেক রহমান
নারী আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটার
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ
নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
১০