বই পড়ায় কৃতিত্বের জন্য পুরস্কার পেল রাজশাহীর শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৪:৪৯
বই পড়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে শনিবার রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৬টি স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। ছবি : বাসস

রাজশাহী, ১৯ জুলাই, ২০২৫ (বাসস): বই পড়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রাজশাহী মহানগরীর ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন।

শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগ ও গ্রামীণফোনের সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবে ৫৬টি স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, নাটোরের সংগঠক অধ্যাপক অলোক মৈত্র, রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবদুর রশিদ, লেখক অধ্যাপক মাজহারুল ইসলাম তরু, গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের রিজিওনাল হেড মো. মাহমুদুল হাসান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৮টি স্কুলের ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চে গিয়ে পুরস্কার নেন। এর মধ্যে ১ হাজার ২৪৪ জন ছাত্রী ও ৪২০ জন ছাত্র। বাকি ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে পুরস্কার নেন সংশ্লিষ্ট শিক্ষক বা সংগঠকরা।

পুরস্কারের ক্যাটাগরিভিত্তিক সংখ্যা অনুযায়ী, ১ হাজার ১১৭ জন ‘স্বাগত পুরস্কার’, ৭২৮ জন ‘শুভেচ্ছা পুরস্কার’, ৩৮৩ জন ‘অভিনন্দন পুরস্কার’ এবং ৭৫ জন ‘সেরা পাঠক’ পুরস্কার পেয়েছেন।

পাঠাভ্যাস উন্নয়নে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের দীর্ঘদিনের যৌথ উদ্যোগের ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাজার তদারকির সমন্বিত রূপরেখা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের আহ্বান ঢাকা চেম্বারের
ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে বাস উল্টে ২১ জন নিহত
নওগাঁয় আমের উৎপাদন বেশি, রপ্তানি কম
শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে : মৎস্য উপদেষ্টা
বর্তমান শিক্ষাব্যবস্থা রাজনীতিকরণে ক্ষতিগ্রস্ত  : আমীর খসরু
গণঅভ্যুত্থান সফল না হলে জঙ্গী তকমা দিয়ে নির্মম নির্যাতন করা হতো : মজিবুর রহমান মঞ্জু
কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত
জুলাই শহীদ স্মরণে নরসিংদীতে শতজনের রক্তদান 
বাকৃবি’তে জাতীয়তাবাদী ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
১০