বই পড়ায় কৃতিত্বের জন্য পুরস্কার পেল রাজশাহীর শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৪:৪৯
বই পড়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে শনিবার রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৬টি স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। ছবি : বাসস

রাজশাহী, ১৯ জুলাই, ২০২৫ (বাসস): বই পড়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রাজশাহী মহানগরীর ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন।

শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগ ও গ্রামীণফোনের সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবে ৫৬টি স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, নাটোরের সংগঠক অধ্যাপক অলোক মৈত্র, রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবদুর রশিদ, লেখক অধ্যাপক মাজহারুল ইসলাম তরু, গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের রিজিওনাল হেড মো. মাহমুদুল হাসান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৮টি স্কুলের ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চে গিয়ে পুরস্কার নেন। এর মধ্যে ১ হাজার ২৪৪ জন ছাত্রী ও ৪২০ জন ছাত্র। বাকি ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে পুরস্কার নেন সংশ্লিষ্ট শিক্ষক বা সংগঠকরা।

পুরস্কারের ক্যাটাগরিভিত্তিক সংখ্যা অনুযায়ী, ১ হাজার ১১৭ জন ‘স্বাগত পুরস্কার’, ৭২৮ জন ‘শুভেচ্ছা পুরস্কার’, ৩৮৩ জন ‘অভিনন্দন পুরস্কার’ এবং ৭৫ জন ‘সেরা পাঠক’ পুরস্কার পেয়েছেন।

পাঠাভ্যাস উন্নয়নে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের দীর্ঘদিনের যৌথ উদ্যোগের ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ১,৬৩,০২৮ মামলা নিষ্পত্তি লিগ্যাল এইডের
শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ভাইরাল ছবিটি ভুয়া
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
১০