সুনামগঞ্জ, ১৯ জুলাই ২০২৫ (বাসস): জেলার তাহিরপুর উপজেলায় আজ ভারত সীমান্ত থেকে ২০ হাজার দুইশ’ ভারতীয় রুপি-সহ মো. কামাল হোসেন (৪৫) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) লাউরগড় বিওপির টহল দল নিয়মিত অভিযান পরিচালনাকালে তাকে আটক করে।
আটককৃত মো. কামাল হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় রুপিসহ বাংলাদেশে ফেরত আসার সময় সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থানে মো. কামাল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছে ২০ হাজার দুইশ’ ভারতীয় রুপি পাওয়া যায়। আটককৃত আসামীকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ভারতীয় রুপিসহ ১ জনকে আটক করে থানায় রাখা হয়েছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।