খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:৪৯
প্রতীকী ছবি

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণসহ কখনো কখনো অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস আজ এমন সতর্কতা জানিয়েছে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছুটা কমতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো শক্তিশালী হতে পারে।

মৌসুমি বায়ুর বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে লঘুচাপের কেন্দ্রস্থল আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, দেশের অন্যান্য জায়গায় মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ১৬৮ মিলিমিটার এবং ঢাকায় ৩১ মিলিমিটার।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ঢাকায় বাতাসের গতি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানকে নিয়ে তরুণ প্রজন্ম দেশ গড়ার স্বপ্ন দেখছে: শাহজাহান মিঞা
সীমান্তে দুইজন হত্যা করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : খেলাফত মজলিশ
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান
ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’ : থাই প্রধানমন্ত্রী 
দলে ফিরলেন আফ্রিদি
ফিরে দেখা-জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ / সিলেটে গ্রেপ্তার আতঙ্ক, ১০ মামলা ১৬ হাজার আসামি, সাংবাদিক তুরাব হত্যা মামলা গ্রহণ হয়নি 
সাজেদুর হত্যা : রিমান্ড শেষে কারাগারে সালমান-আনিসুল
জুলাই শহীদ ও মাইলস্টোনে নিহতদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল
নারায়ণগঞ্জে স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত
১০