সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২১:২২
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): প্রায় পাঁচমাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেয়াঁজ আমদানি শুরু হয়েছে।

ভোমরা কাস্টমস অফিস সূত্রে জানা গেছে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর বন্দর দিয়ে ৭ টি ট্রাকে ২০২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ প্রবেশ করেছে। এছাড়া ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকায় আরও ৯টি পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। 

এদিকে, আবারও পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। সীমান্তের ওপারে ভারতীয় অংশে এখনও ৯টি পেঁয়াজ বাহি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। 

তিনি আরো জানান, এ ধারা চলতে থাকলে বাংলাদেশে পেঁয়াজের বাজারে দামের উর্ধ্বমুখীতা হ্রাস পাবে। এছাড়া যেকোনো সময় চাল আমদানি শুরু হবেও তিনি উল্লেখ করেন। 

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয়। এরপর দীর্ঘ ৪ মাস ২০ দিন বন্ধ থাকার আজ রোবার আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭টি ট্রাকে ২০২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
রিমান্ড শেষে কারাগারে নড়াইলের সাবেক এমপি মুক্তি
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজনের মৃত্যু
ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ
আদালত থেকে পলাতক জিসান হত্যা মামলার আসামি ফের কারাগারে
বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি: মালিক
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপিত, দশমীতে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাশে
১০