সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২১:২২
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): প্রায় পাঁচমাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেয়াঁজ আমদানি শুরু হয়েছে।

ভোমরা কাস্টমস অফিস সূত্রে জানা গেছে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর বন্দর দিয়ে ৭ টি ট্রাকে ২০২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ প্রবেশ করেছে। এছাড়া ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকায় আরও ৯টি পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। 

এদিকে, আবারও পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। সীমান্তের ওপারে ভারতীয় অংশে এখনও ৯টি পেঁয়াজ বাহি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। 

তিনি আরো জানান, এ ধারা চলতে থাকলে বাংলাদেশে পেঁয়াজের বাজারে দামের উর্ধ্বমুখীতা হ্রাস পাবে। এছাড়া যেকোনো সময় চাল আমদানি শুরু হবেও তিনি উল্লেখ করেন। 

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয়। এরপর দীর্ঘ ৪ মাস ২০ দিন বন্ধ থাকার আজ রোবার আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭টি ট্রাকে ২০২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০