ভাসানী ছিলেন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও সংগ্রামের এক অনন্য ব্যক্তিত্ব : ফখরুল

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ২০:০৪
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাসস

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও সংগ্রামের এক অনন্য ব্যক্তিত্ব, তাঁর সঙ্গে কারও তুলনা চলে না। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

ফখরুল বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী আজীবন সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়াই করেছেন। তার হাতেগড়া বহু নেতা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় থেকেছেন। তবে মওলানার মৃত্যুর ৪৯ বছর পরও তার কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মওলানা ভাসানী নিজেই একটি প্রতিষ্ঠান। তার চিন্তা, দর্শন ও কর্মকাণ্ড সম্পূর্ণ স্বতন্ত্র। তার সঙ্গে অন্য কারও তুলনা চলে না উল্লেখ করে তিনি বলেন, এসময় তিনি মওলানা ভাসানীকে যথাযোগ্য সম্মান দেওয়ার আহ্বান জানান। ফখরুল নির্বাচনের তারিখ ঘোষণা করায় সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং নির্বাচনের প্রার্থী ওসমান হাদীর ওপর হামলার নিন্দা জানান। একইসঙ্গে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, মওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে তার আদর্শ ধারণ করতে হবে। তিনি গণমানুষের পক্ষে কথা বলে বিভিন্ন সময়ে নির্যাতিত হয়েছেন বলেই ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত।

বিশেষ অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কলামিস্ট নাজমুল হক নান্নু বলেন, মওলানা ভাসানী ছিলেন জাতীয়তাবাদের শ্রেষ্ঠ অভিভাবক। তিনি কখনো ক্ষমতার লোভ করেননি, কিন্তু কর্মীদের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় বসিয়েছেন। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন এবং মানবতার সেবা করতে অনুসারীদের উদ্বুদ্ধ করতেন।

সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু ভাসানীর জন্মদিন ১২ ডিসেম্বর এবং ১৭ নভেম্বর মৃত্যুদিনকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান। এছাড়া পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর সংগ্রামী জীবনের গল্প অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম বলেন, মওলানা ভাসানী প্রকৃত ইসলামের অনুসারী ছিলেন। যারা ইসলামী রাজনীতি করেন, তাদের ভাসানী জীবন ও দর্শন থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন, ইসলামের মধ্যেই সমাজতন্ত্র ও গণতন্ত্রের ইতিবাচক দিকগুলো বিদ্যমান।

সভায় আরও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট  মোহাম্মদ আলী, বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মোহাম্মদ আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, রিকশা ভ্যান শ্রমিক পার্টির সভাপতি রতন দেওয়ান এবং বংশাল থানা সভাপতি ইমরুল হাসান ওয়াসিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০