
ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুরের নিউ বঙ্গশ্রী নাট্য সংস্থার আয়োজনে পালাটির পালাকার শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন মো. সুজন মিয়া।
আজ শুক্রবার বেলা ৩টায় একই স্থানে মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘সাগর ভাসা’। পালাটির পালাকার ছিলেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রাশেদুল হক। যাত্রাপালাটি মঞ্চায়ন করে বাগেরহাটের যাত্রাদল ‘অচিন পাখি নাট্যগোষ্ঠী’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এবং নেপথ্য শিল্পী ও কলাকুশলী হিসেবে অংশ নেন মনোজ দেবনাথ, জহিরুল ইসলাম, বাবুল শেখ, আ. রশিদ, আ. কাদির, গোলাম মোস্তফা, রাকিবুল ইসলাম, মো. সাগর, মো. লোকমান হোসেন, আবুল হোসেন, মো. সুজন মিয়া, মো. শাহিন, রনি, ফারুক, মো. জাহাঙ্গীর, আনন্দ বৈদ্য, আখি, নাসিমা, গৌরি, লাকি, নূলা, সুমি, জোসনা, রোকসানা, এমরান হোসেন, এম আলম, সাধন কুমার মন্ডল এবং পলাশ কুমার মন্ডল প্রমুখ।
একই স্থানে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘প্রতিমা বিসর্জন’। পালাটির পালাকার মহাদেব হালদার এবং পরিচালনায় তুষার মল্লিক। যাত্রাপালাটি মঞ্চায়ন করে সাতক্ষীরার যাত্রাদল ‘রাধাকৃষ্ণ নাট্য সংস্থা’।
মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ মোট ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে।
প্রদর্শনীর টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।