
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
আজ শুক্রবার সন্ধায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে মিছিলটি ঢাকা মেডিকেল থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তাৎক্ষণিক প্রতিবাদ সভায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, ওসমান হাদির মতো একজন রাজনৈতিক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে গুলি করা সম্পূর্ণ লজ্জাজনক ও দুঃখজনক ঘটনা। আমাদের বন্ধু, সহযোদ্ধা ওসমান হাদি বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। তিনি আইসিইউতে থাকায় শুধু আমাদের নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, গুলিটি তার মাথার নিকটবর্তী অংশে লেগেছিল এবং ফলে গুরুতর চোট লেগেছে। এই অবস্থায় চিকিৎসার পরিস্থিতি অত্যন্ত জটিল। গত সপ্তাহে ফেসবুকে হুমকির কথা জানিয়েছিলেন তিনি। তার পরিবারও হুমকির শিকার হয়েছিল।
তিনি আরও বলেন, আমরা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার এবং দ্রুত বিচার দাবি করি। দেশের নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ চাই। সকল নাগরিককে শান্ত ও শৃঙ্খল থেকে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করতে অনুরোধ জানাই।
ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ খান সঞ্চাচলনায় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান আলম মুন ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ইউনিটের শতাধিক নেতাকর্মী ।