জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ২০:৪৮
বিশ্বের সবচেয়ে বড় হোম ও কনট্রাক্ট টেক্সটাইলস বিষয়ক বাণিজ্য মেলা ‘হেইমটেক্সটিল ২০২৬’- এ অংশগ্রহণ করবে বাংলাদেশ। ছবি: বাসস

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্বের সবচেয়ে বড় হোম ও কনট্রাক্ট টেক্সটাইলস বিষয়ক বাণিজ্য মেলা ‘হেইমটেক্সটিল ২০২৬’- এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বড় ধরনের প্রদর্শনী আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
 
মর্যাদাপূর্ণ এ মেলা আগামী ১৩ থেকে ১৬ জানুয়ারি জার্মানির মেসে ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে।

এই প্রদর্শনী নতুন বছরের প্রথম ডিজাইন ও টেক্সটাইল ট্রেন্ড নির্ধারণ করে এবং উদ্ভাবন, সৃজনশীলতা এবং ব্যবসায়িক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির জন্য একটি বৈশ্বিক অবস্থান তৈরি করে।

হেইমটেক্সটিলে তোয়ালে, বিছানাপত্র, কার্পেট, বাথ প্রোডাক্ট, আসবাবপত্রের কাপড় এবং সান-প্রোটেকশন উপকরণসহ হোম টেক্সটাইলের পূর্ণ পরিসর দেখানো হয়। এছাড়াও এতে নতুন প্রযুক্তি যেমন এআই-সহায়িত ডিজাইন এবং টেকসই উৎপাদন পদ্ধতির দিকে গুরুত্ব দেওয়া হয়।

এই প্রদর্শনী তার রপ্তানিকারীদের জন্য ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে দেখা, নতুন বাজার অন্বেষণ এবং উদীয়মান আন্তর্জাতিক ট্রেন্ড বোঝার একটি শক্তিশালী সুযোগ প্রদান করে। এই বছর, বাংলাদেশ সরাসরি প্রদর্শনকারীদের সঙ্গে এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) সমর্থিত কোম্পানিগুলোর মাধ্যমে অংশগ্রহণ করবে।

হেইমটেক্সটিল ২০২৬-এ বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করবে, যার মধ্যে রয়েছে : আসিএস টেক্সটাইল (বাংলাদেশ), আরটিসান হাউস বিডি লি, দেবনিয়ার  প্যাডিং এন্ড কুইল্টিং সলিউশন লি, হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস লি, ইউনিট-২, কারুপণ্য রংপুর লি, নাহিদ ফাইন টেক্স, নোমান টেরি টাওয়েল মিলস লি, সাবাব ফেব্রিক্স ইউনিট-২, টাওয়েল টেক্স, (ইউনিট-২), এবং জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লি, নাইস গ্রুপ। 
 
এছাড়াও, তিনটি কোম্পানি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)-এর সহায়তায় অংশগ্রহণ করছে : জানটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মানুরি টেক্সটাইল মিলস এবং স্টাইলাস টাওয়েলস লিমিটেড।

হেইমটেক্সটিল ২০২৬ বাংলাদেশের কোম্পানিগুলোকে তাদের বৈশ্বিক উপস্থিতি শক্তিশালী করতে, নতুন গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং আন্তর্জাতিক টেক্সটাইল শিল্পে দেশের দক্ষতা ও গুণমান প্রদর্শনের একটি সুযোগ প্রদান করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
১০