অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ২১:৩৪
শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : বাসস

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫(বাসস) : দেশের বর্তমান পরিস্থিতিতে এখন অতীতের যেকোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময়ে একটি দল বা কিছু গোষ্ঠি, বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রকাশ্যে হুমকি দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে প্রত্যাশিত যে নির্বাচন তারা হতে দেবে না। বাধাগ্রস্ত করবে। তারা দেশ ও দেশের মানুষের শান্তি, স্থিতিশিলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে।

এমন পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সঙ্গে বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট-বড় বিষয় না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন, সবার আগে বাংলাদেশ- এই নীতিতে যারা বিশ্বাস করেন, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যেকোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, যারা এ দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, স্থিতিশীলতা নষ্ট করতে চায়, সেই ষড়যন্ত্র ইতোমধ্যে তারা শুরু করে দিয়েছে। আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে প্রত্যেকেকে আহ্বান জানাচ্ছি।

আজ শুক্রবার বিকালে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাদেশ থেকে আসা দলের মাঠ নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগ ‘দেশ গড়ার পরিকল্পনা’র সাপ্তাহব্যাপী কর্মসূচির ষষ্ঠদিনের এই অনুষ্ঠান হয়। এতে সারা দেশ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা অংশ নেন।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ‘গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত’ উল্লেখ করে ‘তারেক রহমান বলেন, আজকে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়েছে, এই ধরণের হামলা আরো ঘটেছে। কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের এক এমপি প্রার্থীর ওপরেও হামলা হয়েছে,  এটা ষড়যন্ত্র।

তিনি বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, যে কোন মূল্যে আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যে কোন মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

এজন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে ‘আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে’ এই দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ। অন্যথায় এই ষড়যন্ত্র রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র।’

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা, বেকার সমস্যা সমাধানসহ ৮টি বিষয় জনগণের কাছে সহজ ভাষায় তুলে ধরার জন্য ছাত্রদলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের দলের পরিকল্পনাগুলো তোমাদের কাছে অর্পণ করছি। আমি বিশ্বাস করি আজকে যে দায়িত্ব তোমাদেরকে দিলাম মানুষকে বোঝানোর জন্য, যে দায়িত্ব দিলাম মানুষের সমর্থন যোগাড়ের জন্য, সেটি তোমরা করতে সফল হবে।

কারণ তোমাদের সেই যোগ্যতা আছে, তোমাদের সেই মেধা আছে। তোমরা চাইলেই তোমরা করতে পারবে। ফার্মাস কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড  প্রভৃতি বিষয়ে  তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, ঘরে ঘরে তা মানুষের কাছে পৌঁছিয়ে দেবে।

দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ের ওপরে বক্তব্য রাখেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
১০