ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ২১:১১

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

আজ শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এই নিন্দা জানান।

তারা বিবৃতিতে বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র একদিন পরই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর করার এক গভীর ষড়যন্ত্রের অংশ। এই ধরনের ন্যক্কারজনক হামলা নির্বাচনকে অনিশ্চিত করার অপচেষ্টা হতে পারে বলে দেশবাসী আশঙ্কা করছে।’

বাংলাদেশ ন্যাপের নেতৃবৃন্দ অবিলম্বে শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে তারা চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
১০