
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।
শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই হামলা কেবল একজন প্রার্থীর ওপর নয়, গণ-অভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপরও সরাসরি আঘাত। এটি সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ এবং নির্বাচনি পরিবেশ নষ্ট করতে পরিকল্পিত তৎপরতার স্পষ্ট বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের কিছু চক্র ঘোলা পানিতে মাছ শিকারের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, ভয়-আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে হিংস্র সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয় রক্ষা করতে গিয়ে, কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারে নিমজ্জিত করার চেষ্টা করছে। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ সেই অপতৎপরতার নির্মম প্রতিফলন।
গণঅধিকার পরিষদ মনে করে, এই হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নির্বাচনি পরিবেশের ভঙ্গুরতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। প্রকাশ্যে হুমকি পাওয়ার পরও শরিফ ওসমান হাদির নিরাপত্তায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক।
গণঅধিকার পরিষদের নেতারা শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং উপর হামলায় জড়িত সকল দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।