
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাঁ-হাতি পেসার আতিকুর রহমান আকাশের চার উইকেট এবং ওপেনার শেখ জারিফ সিয়ামের হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ ৭৮ রানে এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলংকা ৬ উইকেটে জিতেছিল। তৃতীয় ম্যাচ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।
আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ১৭৯ রানে অলআউট হয় সফরকারী শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল।
বল হাতে আকাশ ১০ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন।
জারিফ ৭ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। আগের ম্যাচেও অর্ধশতক এবং দুই উইকেট নেন জারিফ।
জবাবে ৩৮ দশমিক ৫ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ।
আগের ম্যাচে ৫২ রান করা জারিফ আজ ৫১ রান করেন। ইনিংসে তিনটি চার এবং দুটি ছক্কা হাঁকান তিনি। মিডল অর্ডার ব্যাটার আদ্রিতো ঘোষও দলের জয়ে অবদান রাখেন। ৪টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন তিনি।
জারিফ ও আদ্রিতো ফেরার পর আকাশের অপরাজিত ৩৩ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে, তিন দিনের দুই ম্যাচ যুব সিরিজ ১-১এ ড্র করে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৭ দল।