বড় জয় দিয়ে শুরু ভারত ও পাকিস্তানের

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ২০:০৩

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বড় জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভারত ২৩৪ রানে সংযুক্ত আরব আমিরাতকে এবং পাকিস্তান ২৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে। 

আজ শুক্রবার দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার বৈভব সূর্যবংশীর বিধ্বংসী সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রান করে ভারত।

যুব ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় রান।

৯টি চার ও ১৪টি ছক্কায় ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। ৩০ বলে হাফ-সেঞ্চুরি, ৫৬ বলে সেঞ্চুরি করেন তিনি।এই ইনিংসের মাধ্যমে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সূর্যবংশী।

এছাড়া যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও গড়েছেন সূর্যবংশী। ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে যুব ওয়ানডেতে ১২ ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়ার মাইকেল হিল। 

সূর্যবংশীর রেকর্ডের পর ৪৩৪ রানের টার্গেটে খেলতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান করে আরব আমিরাত। 

দিনের আরেক ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৪৫ রান করে পাকিস্তান। সামির মিনহাস অপরাজিত ১৭৭ ও আহমেদ হুসেন ১৩২ রান করেন। 

জবাবে ১৯ দশমিক ৪ ওভারে ৪৮ রানে অলআউট হয় মালয়েশিয়া। দলের কোনো ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০